রহমত নিউজ 08 April, 2023 10:58 PM
খেলাফত মজলিসের আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক শাইখুল হাদিস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী রহ. - এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৮এপ্রিল) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামায শেষে শহরস্থ টিলাগড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ।
জানাজা নামাযে শরীক ছিলেন খেলাফত মজলিসে নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো: আবদুল জলিল, ডা: এ এ তাওসিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক আবু সালমান, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হক আমিনী, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা নেহাল আহমদ, মাওলানা আহমদ বিলাল প্রমুখ। জানাজায় আরো শরিক ছিলেন স্থানীয় আলেম-উলামা, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মী ও মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ। তাঁরা প্রিয় নেতাকে অশ্রুশিক্ত নয়নে বিদায় জানান।
এর আগে গতকাল রাত সাড়ে ১০টায় পল্টন বক্সকালভার্ট রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমকে শেষবারের মত দেখতে আসেন এবং দোয়ায় শরীক হন আন্দোলন সংগ্রামে তাঁর দীর্ঘদিনের সাথী ও খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল রায়হান আলী, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম, জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন, শায়েখের ছাত্র ও জামেয়া বনশ্রীর মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমদ খন্দকার, মাওলানা আবদুল হক আমিনী, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু আদিবা, হাজী নুর হোসেন, অধ্যাপক আজিজুল হক, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসাইন, মাওলানা আজিজুল হক সহ ঢাকা ও নারায়ণগঞ্জ মহানগরী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, খেলাফত মজলিসের আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক শাইখুল হাদিস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী শুক্রবার (০৭ এপ্রিল) ইফতারের মূহুর্তে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খেলাফত মজলিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মহফিলে ইফতার মুখে নেয়ার পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের এই ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার শহরের আজাদ হলে ইফতারের সময় মুখে খাবার তোলেন খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। এসময় তিনি আকস্মিক স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত শহরের চাষাঢ়া বালুর মাঠের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।